ফাইল ছবি

রাজধানীর যাত্রাবাড়ির এলাকায় তাস খেলা নিয়ে দ্বন্দ্বে ছুরিকাঘাতে আশরাফুল (৫৪) নামে একজন নিহত হয়েছেন। ঘটনার পর থেকে ঘাতক শ্যামল (৩৫) পালিয়ে গেছে।

সোমবার (১১ জুলাই) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে রাত পৌনে ৯টায় কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মো. জাকির হোসাইন ঢাকা পোস্টকে বলেন, জানতে পেরেছি তাস খেলা নিয়ে কথা কাটাকাটির জেরে শ্যামল নামে এক ব্যক্তি তাকে ধারালো অস্ত্র দিয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, ঘটনার পর শ্যামল পালিয়ে গেছে। আমরা তাকে গ্রেপ্তারের জন্য বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করছি। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

নিহত আশরাফুলের শ্যালক মিজানুর রহমান ঢাকা পোস্টকে বলেন, রোববার শ্যামলসহ কয়েকজন জুয়া খেলছিল। পরে উনি তাদের বাধা দের। এরপর সোমবার বিকেলেও তিনি তাদের জুয়া খেলায় বাধা দিলে কথা কাটাকাটির একপর্যায়ে শ্যামল তাকে ছুরিকাঘাত করে। পরে খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

মিজানুর রহমান বলেন, তিনি তিন সন্তানের জনক ছিলেন। যাত্রাবাড়ীতে একটি মাছের আড়তের সঙ্গে তিনি জড়িত ছিলেন। নিহত আশরাফুলের স্ত্রী হোসনেয়ারা বেগম যাত্রাবাড়ী থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

এসএএ/ওএফ