চাকরির নামে অর্থ আত্মসাৎ ও নারীর শ্লীলতাহানির অভিযোগে এক প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশের এলিট ফোর্স র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

সোমবার (১১ জুলাই) দিবাগত রাতে রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাব-১। প্রাথমিকভাবে ওই প্রতারকের নাম-পরিচয় জানানো হয়নি।

তবে র‍্যাব বলছে, রিয়েল ফোর্স সিকিউরিটি অ্যান্ড লজিস্টিক সার্ভিসেস প্রাইভেট লিমিটেড নামক একটি প্রতিষ্ঠানের মাধ্যমে ওই ব্যক্তি প্রতারণাপূর্বক বিপুল সংখ্যক চাকরি প্রার্থীদের অর্থ আত্মসাৎ করেছেন।

বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-১ এর সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার নোমান আহমদ জানান, সুনির্দিষ্ট তথ্য ও অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। শুধু চাকরি দেওয়ার নামে আর্থিক প্রতারণাই নয়, নারী চাকরি প্রার্থীদের শ্লীলতাহানিও করতেন এই প্রতারক।

আজ (১২ জুলাই) বিকেল ৪টায় কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

জেইউ/এমএইচএস