চলতি বছরের নভেম্বরে কাতারে বসতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপ আসর। তৃতীয় বারের মতো শি‌রোপা জিতে আর্জেন্টিনা বাংলা‌দে‌শি ভক্তদের সঙ্গে নিয়ে উদযাপন করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকা সফররত আর্জেন্টিনার পররাষ্ট্রনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি ক্লাউদিও হাভিয়ের রসেনওয়াইগ।

মঙ্গলবার (১২ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দ্বিপাক্ষিক পরামর্শ প্রতিষ্ঠা সংক্রান্ত সমঝোতা স্মারক (এমওইউ) সই করে বাংলাদেশ ও আর্জেন্টিনা। 

ঢাকার পক্ষে স্মারকটিতে সই করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পশ্চিম) শাব্বির আহমেদ চৌধুরী। আর্জেন্টিনার প‌ক্ষে দেশ‌টির পররাষ্ট্রনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি ক্লাউদিও সই করেন।

আরও দেখুন >> মেসিদের বিশ্বকাপ জার্সির মূল্য কত, কিনবেন যেভাবে?

এমওইউ সই শে‌ষে আর্জেন্টিনার পররাষ্ট্রনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি ব‌লেন, আমাদের রাষ্ট্রদূত বলছিলেন, এ দেশে মেসি-ম্যারাডোনার বহু পাগল ভক্ত রয়েছে। আমরা তাদের উদ্দেশে বলতে চাই, আপনাদের ভালোবাসার জন্য ধন্যবাদ। আমরা কাতার থেকে বিশ্বকাপ জয় করেই সেই উদযাপনটা একস‌ঙ্গে করতে চাই।

আরও দেখুন >> মেসির ১০ অবিশ্বাস্য রেকর্ড

বাংলাদেশের ফুটবল উন্নয়নে কাজ করতে চান জা‌নি‌য়ে ক্লাউদিও ব‌লেন, দুই দেশের ফুটবল অ্যাসোসিয়েশনের মধ্যে যোগা‌যোগ করা‌নো যে‌তে পারে। টেকনিক্যাল যেকোনো ধরনের সহযোগিতা করতে আমরা প্রস্তুত। এ দেশের ফুটবল উন্নয়নে অবদান রাখতে কাজ করবে আর্জেন্টিনা।

এ সময় পররাষ্ট্র স‌চিব মাসুদ বিন মো‌মে‌ন ও বাংলাদেশে আর্জেন্টিনার রাষ্ট্রদূত উগো গোবি উপস্থিত ছিলেন। 

এনআই/ওএফ