গোয়েন্দা সংস্থার নামে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগ একাধিক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (১৪ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ডিএমপির পক্ষ থেকে বলা হয়, গোয়েন্দা সংস্থা ও প্রতিবন্ধী সংস্থার নামে অভিনব কায়দায় প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতকারী চক্রের একাধিক সদস্যকে গ্রেপ্তার করেছে ডিএমপির গোয়েন্দা পুলিশ।

এ বিষয়ে বিকেলে রাজধানীর মিন্টু রোডে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন ডিবি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।

এমএসি/জেডএস