রাজধানীর ধানমন্ডি-১২ নম্বর লেকে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে পানিতে ডুবে আবির হোসেন (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

শনিবার (১৬ জুলাই) দিবাগত রাত ১২টার সময় লেকে তার মরদেহ ভেসে উঠে। পরে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠায় পুলিশ।

নিহত আবির হোসেনের বাবা শাহ আলম ঢাকা পোস্টকে বলেন, আমাদের বাসা হাজারীবাগ থানা এলাকার শিকদার মেডিকেলের পাশে। শনিবার দুপুরে আবির বন্ধুদের সঙ্গে গোসল করতে ধানমন্ডি লেকে যায়। পরে সে আর পানি থেকে উঠতে পারেনি। অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি। পরে আমরা রাতে খবর পাই ধানমন্ডি লেকে তার মরদেহ ভেসে উঠে। বিষয়টি জানালে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

তিনি আরো বলেন, আমি ফুটপাতে একটি কাপড়ের দোকানে কাজ করি। সে আমার একমাত্র সন্তান ছিল।

বিষয়টি নিশ্চিত করে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী মিয়া ঢাকা পোস্টকে বলেন, হাজারীবাগ থেকে কয়েকজন বন্ধু মিলে গতকাল দুপুরে আবির ধানমন্ডি লেকে গোসল করতে আসে। সবাই উঠে এলেও সে পানিতে তলিয়ে যায়। তারা বন্ধুরাও খোঁজাখুঁজি করে তাকে পায়নি। রাতে মরদেহ ভেসে ওঠার খবর পেয়ে আবিরের পরিবার ধানমন্ডি লেকে আসে। এরপর মরদেহ আমরা উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছি।

এসএএ/জেডএস