ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল

রাজধানীর জিগাতলার একটি বাসায় গলায় ফাঁস দিয়ে ইতালি প্রবাসী জাহিদ হাসান অন্তর (২২) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।

সোমবার (২২ফেব্রুয়ারি) সন্ধ্যায় তাকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অন্তরের ছোট ভাই তানভীর হাসানের বরাতে ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেন, অন্তর ইতালিতে হোটেল ম্যানেজমেন্টে ডিপ্লোমা করছিলেন। এক বছর আগে তিনি ইতালি থেকে দেশে আসেন। সোমবার সন্ধ্যার দিকে অন্তরের কক্ষ ভেতর থেকে বন্ধ পান পরিবারের সদস্যরা। অনেক ডাকাডাকির পরও দরজা না খোলায় পরিবারের লোকজন তা ভেঙে অন্তরকে ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় পান। পরে সেখান থেকে নামিয়ে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তানভীর জানায়, কি কারণে অন্তর গলায় ফাঁস দিয়েছেন তা বলতে পারব না। তবে ইতালি থেকে ঢাকার বাসায় আসার পর বিষন্নতায় ভুগছিল সে।

অন্তরের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলেও জানান  ইনচার্জ মো. বাচ্চু মিয়া।

এমএসি/জেডএস