শাহবাগে রাস্তা বন্ধ করে আন্দোলন, তীব্র যানজট
রাস্তা বন্ধ করে আন্দোলনের ফলে শাহবাগ এলাকায় থেমে আছে গাড়ি/ ছবি: ঢাকা পোস্ট
এবার শাহবাগে পুরো রাস্তা বন্ধ করে দিয়েছেন আন্দোলনকারীরা। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১২টা থেকে ৩০ শতাংশ কোটাসহ সাত দাবিতে অবরোধ কর্মসূচি পালন করছেন মুক্তিযোদ্ধার সন্তানেরা। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের ব্যানারে তারা এ কর্মসূচি পালন করছেন।
দুপুর থেকে শাহবাগ এলাকার সড়কে বামপাশ দিয়ে থেমে থেমে গাড়ি চললেও বিকেল ৪টার থেকে একেবারে বন্ধ হয়ে আছে। এতে আশপাশের সব এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ফলে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
বিজ্ঞাপন
সরেজমিনে দেখা গেছে, বাস থেকে নেমে বাধ্য হয়ে হেঁটে গন্তব্যে যাচ্ছেন অনেকে। তাদেরই এক জন আহসান। ঘণ্টাখানেক বাসে বসে হেঁটে রওনা হয়েছেন তিনি। ঢাকা পোস্ট-কে বলেন, এটা কোন দেশে বাস করি? এভাবে জিম্মি করে ফায়দা নেওয়ার মানে কী?
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শাহবাগ জোনের রমনা বিভাগের ট্রাফিক ইন্সপেক্টর মো. গোলাম মোস্তাফা ঢাকা পোস্ট-কে বলেন, আশপাশের পুরো এলাকায় এখন তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। অনেক গাড়ি ঘুরে যাচ্ছে। আমরা আন্দোলনকারীদের অনুরোধ করেছি, কিন্তু তারা কোনো কথাই শুনছেন না। অনেক সময় অ্যাম্বুলেন্সও যেতে দিতে দেরি করছে। আমরা চেষ্টা করছি অন্তত অ্যাম্বুলেন্সগুলো যেন চলাচল করতে পারে।
বিজ্ঞাপন
তাদের দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো– চাকরিতে ৩০ শতাংশ কোটা সংরক্ষণ, সাংবিধানিক স্বীকৃতি ও মুক্তিযোদ্ধা পরিবারের সুরক্ষা আইন পাস করা, মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের পরিত্যক্ত সম্পত্তি দখলমুক্ত করে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করা, হাসপাতাল, সরকারি অফিস, বিমানবন্দরসহ সব জায়গায় মুক্তিযোদ্ধাদের ভিআইপি মর্যাদা দেওয়া ইত্যাদি।
কর্মসূচিতে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, চাঁদপুর, রাজশাহী, শরীয়তপুরসহ বিভিন্ন জেলা ও ইউনিটের সংগঠনটির প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী যোগ দিয়েছেন।
একে/এফআর