চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচিত ৬ষ্ঠ পরিষদের প্রথম সাধারণ সভা

চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচিত ৬ষ্ঠ পরিষদের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (মঙ্গলবার) চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউশনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সূচনা বক্তব্যে নবনির্বাচিত মেয়র এম রেজাউল করিম চৌধুরী বলেন, মানুষ যে আস্থা রেখে আমাদের নির্বাচিত করেছেন, সেটি হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। 

তিনি আরও বলেন, মানুষ ভালোবেসে একটি লক্ষ্য, আশা ও স্বপ্ন নিয়ে সবাইকে নির্বাচিত করেছেন। সেই স্বপ্ন, লক্ষ্যকে বাস্তবায়নের জন্য আমাদের এগিয়ে যেতে হবে। সবাই একযোগে কাজ করতে হবে চট্টগ্রামকে গড়ে তুলতে। এই ক্ষেত্রে সকলের সহযোগিতা বেশি প্রয়োজন।

কাউন্সিলদের উদ্দেশে তিনি বলেন, প্রতিটি ওয়ার্ডের জনগণ আপনাদের নির্বাচিত করেছে। জনগনের প্রতি আপনাদের দায়-দায়িত্ব রয়েছে। খুব বেশি পরিমাণ দায়িত্ব রয়েছে। এটাকে যদি হালকা করে দেখি, তাহলে আমরা ভুল করবো। কারণ, জনগন আস্থা রেখে বিশ্বাস রেখে আমাদের নির্বাচিত করেছে। জনগনের সেই আস্থা বিশ্বাসকে ধরে রাখতে হবে যেকোনো কিছুর বিনিময়ে।  

মেয়র বলেন, ১০০ দিনের মধ্যে চট্টগ্রাম নগরীতে বিরাট একটা পরিবর্তন এসে যাবে তা নয়। আমরা সূচনা করতে চাই। আমরা ১০০ দিনের মধ্যে প্রমাণ করতে চাই এলাকার মানুষ যে প্রত্যাশা নিয়ে আমাদের নির্বাচিত করেছে সেই প্রত্যাশা পূরণে আমরা অন্তত আন্তরিক। সেটা আমরা প্রমাণ করতে চাই কাজের মধ্যে দিয়ে।  

মানুষ পরিষ্কার-পরিচ্ছন্ন এলাকা চায় উল্লেখ করে তিনি আরও বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধনের ওপর নজর দিয়েছি প্রথমে। ১০০ দিনের মধ্যে যেসব রাস্তা বেহাল অবস্থা আছে সেসব রাস্তা সংস্কার করে চলাচলের উপযোগী করা হবে। জনগণের ভোগান্তি থেকে যাতে মুক্তি দিতে পারি, এজন্য দৃশ্যমান একটা কাজ দেখাতে হবে। যেসব সেবা সংস্থা আছে সবার সাথে পরামর্শ  করে, সবাইকে ডেকে আলাপ-আলোচনা করে নগরীকে সাজাবো।  

মেয়র রেজাউল করিমের সভাপতিত্বে সভায় সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মুহাম্মদ মোজাম্মেল হকসহ ৪০টি সাধারণ ওয়ার্ড ও ১৪টি সংরক্ষিত মহিলা ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর ও করপোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

কেএম/এনএফ