ইউএস-বাংলার এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফটের সেফটি ট্রেনিং সমাপ্ত
ইউএস-বাংলার সেফটি ট্রেনিংয়ে অংশগ্রহণকারীরা
ইউএস-বাংলা এয়ারলাইন্সের বহরে যুক্ত হওয়া ব্র্যান্ডনিউ এটিআর ৭২-৬০০ এর দুই বছর উদযাপন উপলক্ষে আয়োজিত এটিআর এয়ারক্রাফটের পাইলটদের সেফটি ট্রেনিং কোর্স সমাপ্ত হয়েছে।
এটি সমাপ্তির পর আনুষ্ঠানিক স্বীকৃতিস্বরূপ সোমবার (২২ ফেব্রুয়ারি) এয়ারলাইন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ক্যাপ্টেন মেজবাহউদ্দিন আহমেদ শিকদার অংশগ্রহণকারীদের হাতে ক্রেস্ট তুলে দেন।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইউএস-বাংলা এয়ারলাইন্স জানায়, ড্যাশ৮-কিউ৪০০ এয়ারক্রাফটের পাইলটদেরও সেফটি ট্রেনিংয়ে সফলতার জন্য সম্মাননা তুলে দেওয়া হয়।
সম্মাননা পাওয়া পাইলটদের মধ্যে ছিলেন- ক্যাপ্টেন শওকাতুর রহমান, ক্যাপ্টেন মাহমুদুল হাসান, ট্রেনার ক্যাপ্টেন ফ্রেডরিক চোলা, ট্রেনার ক্যাপ্টেন প্রসন্ন গুরাং ও ট্রেনার ক্যাপ্টেন বার্নাবি অছোয়া লামো।
বিজ্ঞাপন
এটিআর ৭২-৬০০ ও ড্যাশ৮-কিউ৪০০ এয়ারক্রাফটের পাইলটদের সেফটি ট্রেনিংয়ের ধারাবাহিকতায় বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফটের পাইলটদের জন্যও সেফটি কোর্স পরিচালনা করছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।
বর্তমানে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমান বহরে মোট ১৩টি এয়ারক্রাফট রয়েছে। এর মধ্যে চারটি বোয়িং ৭৩৭-৮০০, ব্র্যান্ডনিউ এটিআর ৭২-৬০০ ও তিনটি ড্যাশ৮-কিউ৪০০ এয়ারক্রাফট। খুব শিগগিরই বহরে আরও তিনটি এটিআর৭২-৬০০ এয়ারক্রাফট যুক্ত করার পরিকল্পনা রয়েছে বিমান পরিষেবা সংস্থাটির।
কোর্স সমাপ্তি অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন, ইউএস-বাংলা এয়ারলাইন্সের পরিচালক (মানবসম্পদ) মো. মুসা মোল্লাহ, পরিচালক (অপারেশন) নুরুদ্দিন আহমেদ আল মাসুদসহ এয়ারলাইন্সের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ট্রেনিংয়ে অংশগ্রহণকারী পাইলটরা।
এআর/এফআর