মালদ্বীপে সব বাংলাদেশি টিকা পাবেন
মালদ্বীপে অবস্থানরত সকল প্রবাসীকর্মীকে করোনাভাইরাসের টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। এই অবস্থায় দেশটিতে বসবাসরত সকল প্রবাসী বাংলাদেশিকে করোনার টিকা নেওয়ার অনুরোধ করেছে মালদ্বীপের বাংলাদেশ দূতাবাস।
আজ মঙ্গলবার মালদ্বীপের বাংলাদেশ দূতাবাস এক বার্তায় এই তথ্য জানায়। এতে বলা হয়, অভিবাসী শ্রমিকদের জন্য কোভিড-১৯ রেজিস্ট্রেশন শুরু করেছে মালদ্বীপ সরকার। বৈধ ওয়ার্ক পারমিটসহ শ্রমিকরা ভ্যাকসিন নিতে স্বাস্থ্য সুরক্ষা এজেন্সির দ্বারা my.health.mb পোর্টাল থেকে নিবন্ধন করতে পারবেন।
বিজ্ঞাপন
অন্যদিকে যাদের বৈধ ওয়ার্ক পারমিট নেই তারা সরাসরি মালদ্বীপের রেড ক্রিসেন্টের সঙ্গে নিবন্ধনের মাধ্যমে ভ্যাকসিন নিতে পারবে বলে জানায় দূতাবাস। তাদের রেজিস্ট্রেশেনের জন্য তথা অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার জন্য ৩৩০৭৬৬৫ নম্বরে মালদ্বীপের রেড ক্রিসেন্ট অভিবাসী সহায়তা কেন্দ্রে যোগাযোগ করতে অনুরোধ করেছে দূতাবাস।
প্রতি শনিবার থেকে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত যোগাযোগ করতে বলা হয়েছে। চলতি মাসের শুরুর দিকে চারদিনের সফরে ঢাকায় আসেন মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লা শহিদ। সফরে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দ্বিপক্ষীয় বৈঠক করেন তিনি।
বিজ্ঞাপন
বৈঠকে শেষে পররাষ্ট্রমন্ত্রী মোমেন জানান, মালদ্বীপের প্রেসিডেন্ট ঘোষণা দিয়েছেন, দেশটিতে থাকা বিদেশিকর্মীদের ভ্যাকসিন প্রয়োগ করবেন; বাংলাদেশেশিকর্মীরাও পাবে। মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে এ তথ্য পেয়ে দেশটির প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান মোমেন।
এনআই/এনএফ