রাজধানীর শ্যামপুরের করিমুল্লাহবাগ কটন মিলস এলাকার একটি বাড়ির পানির ট্যাংক থেকে তিন বছরের ছেলে শিশুর মরদেহ উদ্ধার করেছে শ্যামপুর থানা পুলিশ।

শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। মঙ্গলবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় শ্যামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মফিজুল আলম ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকাল ১০টার দিকে আমরা খবর পাই শ্যামপুরের করিমুল্লাহবাগ কটন মিলস এলাকার একটি বাড়ির ছাদের পানির ট্যাংকে ছেলে শিশুর মরদেহ পাওয়া গেছে। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে পুলিশ। সুরতহাল শেষে শিশুটির মরদেহ ঢামেক হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, শিশুটির নাম বা পরিচয় এখনো জানা যায়নি। তার বাবা-মার খবরও পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুটির স্বাভাবিক মৃত্যু হয়নি। কে বা কারা শিশুটিকে অন্য কোথাও থেকে হত্যা করে অথবা ছাদের ওপর হত্যা করে পানির ট্যাংকে ফেলে দেয়। শিশুটিকে গত কয়েক দিন আগে ট্যাংকে ফেলা হয়, তাই শিশুটির মরদেহে পচন ধরেছে।

এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের ধরার চেষ্টা চলছে। ঘটনার তদন্ত করা হচ্ছে বলেও তিনি জানান।

এমএসি/ওএফ