বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম বলেছেন, সিলেটের বন্যাকবলিত মানুষের পুনর্বাসনের জন্য সিলেটের ধনাঢ্য ও নামিদামি ব্যক্তিদের এগিয়ে আসতে হবে। সিলেটের বন্যাকবলিত মানুষের পুনর্বাসনের জন্য প্রয়োজন একটি স্থায়ী সমাধান।  

বৃহস্পতিবার (২৮ জুলাই) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে জালালাবাদ সংস্কৃতি ফোরামের উদ্যোগে, জালালাবাদ অঞ্চলে স্মরণকালের ভয়াবহ বন্যা পরবর্তী করণীয় শীর্ষক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জাতীয় সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন বলেন, সিলেটের অনেক রোগী আমার কাছে আসে। আমি সবসময় সিলেটে যেতে পারি না। তবে আমি সবসময় সিলেটের খোঁজ রাখি। আগামীতে এ ধরনের বন্যা যাতে না হয় সে জন্য আমাদের পদক্ষেপ গ্রহণ করতে হবে।

সংগঠনের সভাপতি জয়ন্ত কুমার দেবের সভাপতিত্বে বক্তব্য রাখেন মাহাবুব আল মালু, ডা. কামরুল হাসান তফাদার, হবিগঞ্জ অ্যাসোসিয়েশন সভাপতি ডা. খালেদ মহসিন, সুইফট গ্রুপের চেয়ারম্যান বেগম সেলিমা চৌধুরী প্রমুখ।

আইবি/এসকেডি