প্রিজাইডিং অফিসারদের অন্যায্য অসহযোগিতার অভিযোগ তুলে গত ২৭ জুন অনুষ্ঠিত নির্বাচনের বেসরকারি ফল স্থগিত করে পুনর্নিবাচনের দাবি জানিয়েছেন দোহার পৌর মেয়র পদপ্রার্থীরা। রোববার (৩১ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন তারা। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মেয়র পদপ্রার্থী মো. নজরুল ইসলাম বলেন, নির্বাচন কর্মকর্তারা আগে বলেছিলেন, প্রতি কেন্দ্রে ভোট গণনার সময় প্রত্যেক প্রার্থীর একজন করে এজেন্ট উপস্থিত থাকবেন। ভোট গণনা শেষে ইভিএমের ফলের প্রিন্টেড সিলমোহরকৃত-সইযুক্ত কপি প্রত্যেক এজেন্টকে দেওয়া হবে। কিন্তু গণনার সময় আমাদের এজেন্টদের সামনে রাখা হয়নি। ভোটগ্রহণ শেষে আমাদের এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছিল। 

তিনি বলেন, অধিকাংশ কেন্দ্রেই ইভিএমের ফলের প্রিন্টেড কপি সরবরাহ করা হয়নি। এর বদলে প্রিজাইডিং অফিসারদের হস্তলিখিত কপি সরবরাহ করা হয়েছে। কোনো কোনো কেন্দ্রে প্রিন্টেড কপি দিলেও তাতে সই ও সিলমোহর কিছুই ছিল না, যা নিয়ম বহির্ভূত।

পুনর্নিবাচন চেয়ে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করে মো. নজরুল ইসলাম বলেন, একটি সুস্পষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা এ আবেদন পেশ করছি এবং প্রতিদান আশা করছি।

মো. নজরুল ইসলাম (প্রতীক- হেলমেট) ছাড়াও সংবাদ সম্মেলনে প্রার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন, মো. জাহাঙ্গীর আলম (প্রতীক- চামচ), মো. নূরুল ইসলাম (প্রতীক- ইস্ত্রি), জামাল উদ্দিন আহমেদ (প্রতীক- মোবাইল ফোন), আব্দুর রহমান আকন্দ (প্রতীক- নারিকেল গাছ)।

আইবি/আরএইচ