রাজধানীর মিরপুর বেড়িবাঁধ এলাকায় লেগুনায় বাসের ধাক্কায় তিন জন নিহত হওয়ার ঘটনায় ঘাতক বাসের চালক ও হেলপারকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শাহ আলী থানা পুলিশ।

গ্রেপ্তাররা হলেন- চালক তুষার ও হেলপার সজীব।

সোমবার (১ আগস্ট) রাতে শাহ আলী থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাজধানীর মিরপুর বেড়িবাঁধ এলাকায় লেগুনায় বাসের ধাক্কায় তিন জন নিহতের ঘটনায় ঘাতক বাসের চালক ও হেলপারকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রাতে তাদের মিরপুর বেড়িবাঁধ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় নিরাপদ সড়ক আইনে একটি মামলা দায়ের হয়েছে৷ এই মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।

রোববার (৩১ জুলাই) দুপুর ২টার দিকে বেড়িবাঁধের নবাবেরবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয়দের সহযোগিতায় দুর্ঘটনায় আহতদের রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতাল, পঙ্গু হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এর মধ্যে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়ার পর এক লেগুনাযাত্রীকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। আহত দুই জন পৃথক সময়ে মারা যান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।

এমএসি/জেডএস