২০টি চোরাই মোবাইলসহ আটক ১
চট্টগ্রামের কোতোয়ালী থানার নিউমার্কেট মোড় সংলগ্ন আলকরণ এলাকা থেকে ২০টি চোরাই মোবাইল সেটসহ একজনকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ। আজ মঙ্গলবার তাকে আটক করা হয়েছে বলে ঢাকা পোস্টকে জানিয়েছেন নগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) মুহাম্মদ আলী হোসেন।
যাকে আটক করা হয়েছে তার নাম মো. রাসেল (২৮)। চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার শেবন্দী এলাকার মৃত আহমদ নুরের ছেলে রাসেল।
বিজ্ঞাপন
• আরও পড়ুন : মোবাইলের আইএমইআই নম্বর পরিবর্তন করে বেশি দামে বিক্রি করত তারা
নগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মুহাম্মদ আলী হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম নিউমার্কেট মোড় সংলগ্ন আলকরণ এলাকায় অভিযান চালিয়ে ২০টি চোরাই মোবাইল সেটসহ রাসেলকে আটক করা হয়েছে। তার কাছ থেকে চোরাই মোবাইল বিক্রির নগদ ১৫ হাজার টাকা জব্দ করা হয়েছে।
বিজ্ঞাপন
• আরও পড়ুন : ৪৩ চোরাই মোবাইল উদ্ধার, মালিক খুঁজছে পুলিশ
তিনি বলেন, রাসেল মোবাইল সেটের বিষয়ে বৈধ কোনো ডকুমেন্টস উপস্থাপন করতে পারেননি। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে স্বীকার করেছে দেশের বিভিন্ন স্থানের চোরাই ও ছিনতাইকৃত মোবাইলগুলো চক্রের বিভিন্ন ব্যক্তিদের মাধ্যমে সংগ্রহ করতো সে। এরপর সেগুলো খুচরা ও পাইকারিভাবে বিক্রি হতো।
কেএম/এনএফ