বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে গিয়ে ফেরা হলো না হৃদয়ের
রাজধানীর কামরাঙ্গীরচরে নদীতে বন্ধুদের নিয়ে গোসল করার সময় পানিতে ডুবে মো. হৃদয় (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনাটি ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনলে কর্তব্যরত চিকিৎসক বিকেল সাড়ে চারটার দিকে মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
হৃদয়ের বাবা মো. সোহেল ঢাকা পোস্টকে বলেন, আমার ছেলে ম্যাটাডোর কোম্পানিতে চাকরি করত। আজ বন্ধুদের নিয়ে কামরাঙ্গীরচরের চৌরাস্তা তুলা গাছতলা এলাকায় বুড়িগঙ্গা নদীতে নৌকায় করে গোসল করতে যায়। গোসল করার জন্য সে নৌকা থেকে লাফ দেয়। নদীতে লাফ দিয়ে নামার পর সে আর ভেসে উঠতে পারেনি। পরে আমরা খবর পেয়ে তাকে উদ্ধার করে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে আসি।
তিনি আরও বলেন, বর্তমানে আমরা কামরাঙ্গীরচরের ঝাউলহাটি শহীদ কাউসার রোডে শেখের বাড়ি এলাকায় থাকি। আমাদের বাড়ি শরিয়তপুর জেলার নড়িয়া থানায়। আমার দুই ছেলের মধ্যে হৃদয় ছিল সবার ছোট।
বিজ্ঞাপন
এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
এসএএ/আইএসএইচ