বিশ্ববিদ্যালয়গুলোর পরীক্ষা বহাল রাখার দাবি
প্রেসক্লাবে জাতীয় বিশ্ববিদ্যালয় ছাত্র ঐক্য পরিষদের মানববন্ধন
জাতীয় বিশ্ববিদ্যালয়সহ দেশের সব বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বহাল রাখার দাবি জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় ছাত্র ঐক্য পরিষদ। বুধবার (২৪ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠনটির আয়োজিত এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, শিক্ষামন্ত্রী জাতীয় বিশ্ববিদ্যালয়সহ সব বিশ্ববিদ্যালয়ের চলমান পরীক্ষা স্থগিত করেছেন। আমরা শিক্ষামন্ত্রীর হুটহাট সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে সিদ্ধান্তটি বাতিল করে পরীক্ষা গ্রহণের আহ্বান জানাচ্ছি।
বিজ্ঞাপন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের চলমান চতুর্থ বর্ষ ও মাস্টার্স পরীক্ষা গত মার্চেই অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনা সংকটের কারণে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি।
শিক্ষার্থীরা আরও বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৭, ২০১৮, ২০১৯, ২০২০ সেশনের মাস্টার্সে অধ্যয়নরত শিক্ষার্থীরা ২০২১ সালেও শিক্ষা সমাপনীতে পৌঁছাতে পারেনি। টানা সেশনজটের পরে যখন শিক্ষার্থীরা সংকট উত্তরণের অবস্থায় তখনই পরীক্ষা স্থগিতের মত হঠকারী সিদ্ধান্ত আমাদের শিক্ষা জীবনের কালো অধ্যায় বলে বিবেচিত হয়েছে। যেখানে বিশ্ববিদ্যালয় প্রশাসন অনার্স-মাস্টার্স পড়ুয়া শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নিয়ে আসছিলো, সেখানে কিভাবে একজন মন্ত্রী ব্যক্তি ইচ্ছার প্রতিফলন ঘটাতে পারে অবশ্যই সে প্রশ্ন আমরা করতে পারি। করোনা পরিস্থিতিতে সব সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক কার্যক্রম চলমান থাকলেও স্বাস্থ্যবিধি মেনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরীক্ষা স্থগিত করা কোনো সুস্থ মস্তিষ্কের মানুষের পক্ষে অন্তত মেনে নেওয়া সম্ভব নয়। আমরা মনে করছি, শিক্ষার্থীদের অকল্যাণে পরীক্ষা স্থগিত করে অন্য কোনো এজেন্ডা বাস্তবায়ন করা হচ্ছে।
বিজ্ঞাপন
শিক্ষার্থীরা দাবি জানিয়ে বলেন, অনতিবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়সহ সব বিশ্ববিদ্যালয়ের চলমান পরীক্ষা গ্রহণ ও শিক্ষা কার্যক্রম শুরু করে এদেশের শিক্ষার সুষ্ঠু পরিবেশ তৈরি করুন। আর যদি আমাদের এ আহ্বানকে উপেক্ষা করা হয়, তবে বায়ান্নর ভাষা শহীদ, বাষট্টির শিক্ষা আন্দোলন, আঠারোর কোটা সংস্কার আন্দোলন ও নিরাপদ সড়ক আন্দোলনের চেতনায় উজ্জীবিত হয়ে নিজেদের অধিকার আদায়ে আরও কঠোর কর্মসূচী গ্রহণ করতে বাধ্য হবো।
মানববন্ধনে সংগঠনের আহ্বায়ক মিনা আল আমিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এমএইচএন/এমএইচএস