পল্লবীতে স্বামীর ছুরিকাঘাতে প্রাণ গেলো স্ত্রীর
রাজধানীর পল্লবী থানার সেকশন ৭ এলাকায় পরকীয়া সন্দেহে সাথী আক্তার (২৪) নামে এক নারীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ ওঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী হান্নানকে (৩০) আটক করেছে পল্লবী থানা পুলিশ।
বৃহস্পতিবার (৪ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। পরে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাথী আক্তারকে মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
বিষয়টি নিশ্চিত করেছেন পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) মো. আহাদ আলী। তিনি ঢাকা পোস্টকে বলেন, পরকীয়া সন্দেহে সাথী আক্তার নামে এক নারীকে ছুরিকাঘাত করে তার স্বামী। পরে তাকে একটি বেসরকারি হাসপাতালে উদ্ধার করে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তার স্বামী হান্নানকে আটক করি।
তিনি আরও জানান, আটকের পর নিহতের স্বামী আমাদের জানিয়েছেন পরকীয়া সন্দেহে সে ছুরিকাঘাতে সাথী আক্তারকে হত্যা করেছে। নিহত ওই নারী তার একটি ছেলেকে নিয়ে পল্লবী সেকশন ৭ এলাকায় থাকতেন। নিহত ওই নারীর বাড়ি বাগেরহাট জেলার কচুয়া এলাকায়। বাগেরহাট থেকে তার স্বামী আজকেই ঢাকায় এসে এ ঘটনা ঘটান। মরদেহটি আমরা বেসরকারি হাসপাতাল থেকে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেলে পাঠিয়েছি।
বিজ্ঞাপন
এসএএ/এসকেডি