ক্যাডেট ল্যান্স কর্পোরাল মেজবার জীবনভিত্তিক ডকুমেন্টারি উদ্বোধন
বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাডেট ল্যান্স কর্পোরাল মেজবা উদ্দীন নওফেলের জীবনভিত্তিক ডকুমেন্টারির শুভ উদ্বোধন করেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। শুক্রবার (৫ আগস্ট) ঢাকা সেনানিবাসের বিএএফ শাহীন কলেজের শাহীন হলে সংস্কৃতি প্রতিমন্ত্রী এ উদ্বোধন করেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পক্ষে থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আইএসপিআর জানায়, বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাডেট ল্যান্স কর্পোরাল মেজবা উদ্দীন নওফেলের জীবনভিত্তিক ডকুমেন্টারির শুভ উদ্বোধন করেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধে ইউওটিসি (বর্তমান বিএনসিসি) এর ক্যাডেট ল্যান্স কর্পোরাল মেজবা উদ্দীন নওফেল মুক্তিযুদ্ধ চলাকালে শহীদ হন। বিএনসিসির তত্ত্বাবধানে মহান মুক্তিযুদ্ধে তার অবদান ও জীবনভিত্তিক একটি প্রামাণ্য চিত্র তৈরি করা হয়েছে।
বিজ্ঞাপন
প্রামাণ্য চিত্রটির মাধ্যমে একদিকে স্বাধীনতা যুদ্ধে বিএনসিসির অবদান জাতির সম্মুখে তুলে ধরা হয়েছে, অন্যদিকে বিএনসিসি ক্যাডেট তথা নতুন প্রজন্মকে দেশের জন্য আত্মত্যাগে অনুপ্রাণিত করেছে।
অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের সূচনালগ্নে ইউওটিসির (বর্তমান বিএনসিসি) দ্বারা প্রশিক্ষণ প্রাপ্ত তৎকালীন বিশ্ববিদ্যালয় ও কলেজের নারী শিক্ষার্থীদের বিএনসিসি থেকে সম্মাননা প্রদান করা হয়।
বিজ্ঞাপন
আইএসপিআর আরও জানায়, এসময় অনুষ্ঠানে অন্যদের মধ্যে সেনাবাহিনী প্রধানের সহধর্মিণী বেগম নূরজাহান আহমেদ, বিএএফ ঘাঁটি বাশার এর এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল মু. জাহিদুর রহমান ও বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাহিদুল ইসলাম খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও প্রতিরক্ষা মন্ত্রণালয়, ঢাকা সেনানিবাসস্থ প্রদস্থ সামরিক বেসামরিক ব্যক্তিরা, বিএনসিসিতে কর্মরত সশস্ত্র বাহিনীর অফিসার, বিএনসিসি অফিসার ও ক্যাডেটরা উপস্থিত ছিলেন।
এমএসি/এসএসএইচ