ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু, দেহ মিলল ১৫ কিমি দূরে
ফাইল ছবি
চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রেনের ধাক্কায় সাইফুল ইসলাম (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। ইঞ্জিনের সঙ্গে ধাক্কা লেগে মরদেহ প্রায় ১৫ কিলোমিটার দূরে চলে গিয়েছিল বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (১০ আগস্ট) রাতে সীতাকুণ্ডের বাড়বকুণ্ড স্টেশনের সামনে এই দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহত সাইফুল সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের শরিয়ত উল্লাহর ছেলে। তিনি স্থানীয় একটি ওষুধ কারখানায় সহকারী হিসেবে কাজ করতেন।
ঢাকা পোস্টকে দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জহিরুল ইসলাম।
বিজ্ঞাপন
তিনি বলেন, বুধবার রাতে কারখানা ছুটির পর বাসায় ফেরার জন্য রেললাইনের উপর ধরে হাঁটছিলেন সাইফুল। এসময় চট্টগ্রামমুখী একটি ট্রেন তাকে সজোরে ধাক্কা দেয়। এতে ইঞ্জিনের হুকের সঙ্গে আটকে যায় তার দেহ। প্রায় ১৫ কিলোমিটার দূরে কুমিরা স্টেশনে এসে চালক ইঞ্জিন চেক করার জন্য নিচে নেমে সাইফুলের মরদেহ দেখতে পান। এর আগে চালক বিষয়টি বুঝতে পারেননি। পরে পুলিশকে খবর দিলে আমরা ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করেছি।
তিনি আরও বলেন, সাইফুল কানে কিছুটা কম শুনতো। তার মরদেহ ময়নাতদন্তের পর বৃহস্পতিবার দুপুরের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
কেএম/জেডএস