দক্ষ শ্রমিকের মানদণ্ড নির্ধারণে ডিএনসিসির ১০ সদস্যের উপ-কমিটি
নিজেদের সব বিভাগের দক্ষ শ্রমিকের মানদণ্ড নির্ধারণের জন্য ১০ সদস্যের উপ-কমিটি পুনর্গঠন করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
ঢাকা উত্তর সিটি করপোরেশ সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে এই উপ-কমিটির অফিসিয়াল অনুমোদন দিয়েছেন ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক।
বিজ্ঞাপন
ডিএনসিসির সচিব মাসুদ আলম ছিদ্দিক জানিয়েছেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্যানেল মেয়রের সভাপতিত্বে অনুষ্ঠিত ২৬তম করপোরেশন সভার আলোচ্যসূচি-৭ এর সিদ্ধান্ত অনুসারে ডিএনসিসির সব বিভাগের দক্ষ শ্রমিকের মানদণ্ড নির্ধারণের জন্য ১০ সদস্যের এই উপ-কমিটি পুনর্গঠন করা হয়েছে।
আরও পড়ুন: তথ্যগত গরমিলে ১০ গাড়িচালকের নিয়োগ বাতিল করল ডিএনসিসি
বিজ্ঞাপন
জানা গেছে, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইসহাক মিয়াকে কমিটির আহ্বায়ক এবং ডিএনসিসির প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তাকে সদস্য সচিব করে এই উপ-কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন- ডিএনসিসির ৫২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ফরিদ আহমেদ, ৪ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর শিখা চক্রবর্তি, ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা, প্রধান রাজস্ব কর্মকর্তা, প্রধান সম্পত্তি কর্মকর্তা, অডিট কর্মকর্তা এবং ডিএনসিসির নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক)।
এএসএস/এসএসএইচ