মতিঝিলে ভবন থেকে পড়ে মিস্ত্রির মৃত্যু
রাজধানীর মতিঝিল থানাধীন শাপলা চত্বরের পাশে মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কো. লি. এর ১৮ তলা ভবনে থাই অ্যালুমিনিয়ামের কাজ করার সময় নিচে পড়ে মো. শিপন (২২) নামে এক মিস্ত্রির মৃত্যু হয়েছে।
শনিবার (১৩ আগস্ট) দুপুর ২টার দিকে এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক বিকেল ৪টার দিকে মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সৈয়দ আলী ঢাকা পোস্টকে জানান, আমরা খবর পেয়ে মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ১৮ তলা ভবনে যাই। পরে গুরুতর আহত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক তাকে ঘোষণা করেন। সে ওই ভবনের কোনো একটি ফ্লোরে থাই অ্যালুমিনিয়ামের কাজ করছিল।
তিনি আরো জানান, নিহত শিপনের গ্রামের বাড়ি নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার দক্ষিণ নাজিরপুর গ্রামে। সে ওই এলাকার মো. ইউনুস আলীর সন্তান।
বিজ্ঞাপন
এসএএ/জেডএস