চট্টগ্রামের বায়েজিদ থানার টেক্সটাইল মোড় থেকে বায়েজিদ রোডের ফায়ার সার্ভিস স্টেশন পর্যন্ত রাস্তার উভয় পাশের ফুটপাত ও নালা দখল করে গড়ে ওঠা শতাধিক অবৈধ দোকান ও বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। 

মঙ্গলবার (১৬ আগস্ট) চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন। 

এ সময় ফুটপাত ও রাস্তার অংশ দখল করে স্থাপনা নির্মাণ এবং দোকানের মালামাল রেখে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে ছয় দোকানদারকে ২৩ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অংশ নেন সিটি মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম।

অন্যদিকে, সিটি করপোরেশনের স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন পরিচালিত আরেক অভিযানে নগরের মুরাদপুর মোড় থেকে বিবিরহাট পর্যন্ত হাটহাজারী রোডের উভয় পাশের ফুটপাত ও রাস্তার অংশ দখল করে পুরাতন লোহার মালামাল ও নির্মাণ সামগ্রী রেখে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে আটজনকে ১৯ হাজার টাকা জরিমানা করা হয়।  

অভিযানকালে সিটি করপোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সদস্যরা সহায়তা করেন।

কেএম/আরএইচ