এবার চট্টগ্রামে পাওয়া গেল নতুন মাদক ক্রিস্টাল মেথ
চট্টগ্রাম নগরীর খুলশী থানার মোজাফফর নগর বাইলেন এলাকায় অভিযান চালিয়ে নতুন ধরনের মাদক ‘আইস’ বা ‘ক্রিস্টাল মেথ’ উদ্ধার করা হয়েছে। এ সময় দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৭। এর আগে রাজধানীতে এই মাদক পাওয়া গেলেও চট্টগ্রামে এবারই প্রথম দেখা মিলেছে।
বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে ক্রিস্টাল মেথসহ (আইস) দুই জনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার। এ ঘটনায় আটক মাদক ব্যবসায়ীরা হলেন- ইয়াসিন রানা (৫০) ও সাইফুল আলম (৩৫)।
বিজ্ঞাপন
র্যাব জানায়, আসামিরা চট্টগ্রাম মহানগরের বিভিন্ন মাদক কারবারিদের নিকট নেশা জাতীয় মাদক ক্রিস্টাল মেথ (আইস) ক্রয়-বিক্রয় করত। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১৪ লাখ টাকা।
বিজ্ঞাপন
দুই আসামিসহ উদ্ধারকৃত মালামাল আইনানুগ ব্যবস্থার জন্য চট্টগ্রামের খুলশী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব।
কেএম/ওএফ