চট্টগ্রাম নগরীর খুলশী থানার মোজাফফর নগর বাইলেন এলাকায় অভিযান চালিয়ে নতুন ধরনের মাদক ‘আইস’ বা ‘ক্রিস্টাল মেথ’ উদ্ধার করা হয়েছে। এ সময় দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-৭। এর আগে রাজধানীতে এই মাদক পাওয়া গেলেও চট্টগ্রামে এবারই প্রথম দেখা মিলেছে।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে ক্রিস্টাল মেথসহ (আইস) দুই জনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার। এ ঘটনায় আটক মাদক ব্যবসায়ীরা হলেন- ইয়াসিন রানা (৫০) ও সাইফুল আলম (৩৫)।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক মো. নুরুল আবছার বলেন, র‌্যাব বুধবার (২৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, খুলশী থানার ৩নং মোজাফফর নগর বাইলেনের আরআইডি হাফসা নামক বিল্ডিংয়ের সামনে মাদক কারবারিরা অবস্থান করছে। পরে অভিযান শুরু করলে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালানোর সময় দুই জনকে আটক করে র‌্যাব। পরে তাদের দেহ তল্লাশি করে ১৪০ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করা হয়। 

র‌্যাব জানায়, আসামিরা চট্টগ্রাম মহানগরের বিভিন্ন মাদক কারবারিদের নিকট নেশা জাতীয় মাদক ক্রিস্টাল মেথ (আইস) ক্রয়-বিক্রয় করত। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১৪ লাখ টাকা।

দুই আসামিসহ উদ্ধারকৃত মালামাল আইনানুগ ব্যবস্থার জন্য চট্টগ্রামের খুলশী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব।

কেএম/ওএফ