রাজধানীর ভাটারা থানার নূরেরচালা এলাকায় বোমা সদৃশ তিনটি বস্তুর সন্ধান পেয়েছে পুলিশ। এগুলো পরীক্ষার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বোম্ব ডিসপোজাল ইউনিট নিয়ে গেছে।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ভাটারা থানার উপ-পরিদর্শক মিজানুর রহমান ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুপুর আড়াইটার দিকে খবর আসে ভাটারার নূরেরচালা উচ্চ বিদ্যালয় মাঠে তিনটি বোমা সদৃশ বস্তু পড়ে রয়েছে। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, লাল ও হলুদ রঙের স্কচটেপ দুটি ও সাদা স্কচটেপ পেছানো একটি বোমা সদৃশ বস্তু পড়ে আছে।

বিষয়টি দ্রুত ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটকে জানানো হয়। তারা ঘটনাস্থল এসে বস্তুগুলো পর্যবেক্ষণ করে অধিকতর পরীক্ষার জন্য সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নিয়ে গেছে।

তিনি আরও বলেন, বস্তুগুলো আসলেই বোমা কিনা তা আমরা নিশ্চিত করে বলতে পারছি না। বোম্ব ডিসপোজাল ইউনিট বস্তুগুলো পরীক্ষার পর এ বিষয়ে বিস্তারিত বলতে পারবে।

এমএসি/ওএফ