নদ্দায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে অচেতন ব্যবসায়ী
রাজধানীর গুলশান থানাধীন নদ্দা এলাকায় মমিন (৩১) নামে এক ব্যবসায়ী অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন।
বৃহস্পতিবার (১৮ আগস্ট) দুপুর সোয়া ২টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
বিজ্ঞাপন
উদ্ধার করে নিয়ে আসা সাব্বির ঢাকা পোস্টকে বলেন, মমিনের বাসা মোহাম্মদপুরে। নদ্দায় বাসে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন তিনি। তার ছোট ভাই আমাকে ফোন দিলে, আমি তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি।
তিনি আরও বলেন, মমিন গার্মেন্টসের স্টক লটের ব্যবসা করেন। তার কাছে একটি মোবাইল পেয়েছি। তবে তার কাছ থেকে কী পরিমাণ টাকা প্রতারক চক্রটি নিয়ে গেছে, সে বিষয়ে কিছু বলতে পারছি না। জ্ঞান ফিরলে বলা যাবে।
বিজ্ঞাপন
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে জানান, গুলশানের নদ্দা এলাকা থেকে অজ্ঞান পার্টির খপ্পরে পড়া এক যুবককে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছিল। পরে তার পাকস্থলী ওয়াশ দিয়ে চিকিৎসক মেডিসিন বিভাগে তাকে ভর্তি দিয়েছেন।
এসএএ/এমএইচএস