নরসিংদীর পলাশ থানার কো-অপারেটিভ স্কুলের সামনে বাসের ধাক্কায় ইমরুল হোসেন (৫৩) নামে  এক যুবক নিহত হয়েছেন। তিনি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে (পিডিবি) চাকরি করতেন।

রোববার (২১ আগস্ট) বিকেলে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত ইমরুল হোসেনের ভাই নাজমুল হোসেন ঢাকা পোস্টকে বলেন, আমার ভাই ঘোড়াশাল বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে চাকরি করেন। তিনি সপরিবারে নরসিংদীর পলাশ এলাকায় থাকতেন। দুপুরে মোটরসাইকেল নিয়ে অফিসে যাওয়ার জন্য বের হয়ে পলাশ কোঅপারেটিভ স্কুলের সামনে এলে একটি স্কুল বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয় ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

এসএএ/এমএ