জাহাঙ্গীর গেটে অনিয়ন্ত্রিত গতিতে ছোটা মাইক্রো উল্টে আগুন
অনিয়ন্ত্রিত গতিতে ছোটা মাইক্রো উল্টে আগুন/ ছবি- ঢাকা পোস্ট
রাজধানীর জাহাঙ্গীর গেট এলাকায় অতিরিক্ত গতিতে ছুটে চলা একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় এতে আগুন লেগে যায়। ফায়ার সার্ভিসের একটি দল এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় চালকসহ অন্তত চার জন আহত হয়েছে।
শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) কাফরুল থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিমুজ্জামান ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বৃহস্পতিবার দিবাগত রাত ১টা ৪৫ মিনিটে জাহাঙ্গীর গেট এলাকায় একটি মাইক্রোবাস উল্টে যায়। এতে চালকসহ গাড়িতে থাকা অন্তত ৪ জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন
সেলিমুজ্জামান জানান, গাড়িটি উল্টে কিছুক্ষণ পর আগুন ধরে যায়। ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তার আগে গাড়িটি সম্পূর্ণ পুড়ে যায়।
বিজ্ঞাপন
তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রাস্তা ফাঁকা পেয়ে চালক অতিরিক্ত গতিতে চালাচ্ছিলেন। এতে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে জানা গেছে, বিয়ের অনুষ্ঠান থেকে গাড়ির যাত্রীরা ফিরছিলেন। এ বিষয়ে বিস্তারিত খোঁজ নিচ্ছি। হাসপাতালে চিকিৎসাধীন আহতরা কেমন আছেন সে বিষয়েও খোঁজ নিচ্ছি।
এমএসি/এইচকে