নওগাঁর মহাদেবপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় স্বামী মো. আল আমিনকে (২৫) রাজধানীর মিরপুর থেকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

র‌্যাব-৩ এর স্টাফ অফিসার (অপারেশনস) অতিরিক্ত পুলিশ সুপার বশির আহাম্মদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৩ জানতে পারে যে, নওগাঁ জেলার মহাদেবপুরে যৌতুকের দাবিতে শ্বাসরোধে হত্যা মামলার প্রধান ও একমাত্র আসামি মিরপুরে অবস্থান করছে।

ওই তথ্যের ভিত্তিতে র‌্যাব-৩ এর একটি দল সোমবার (২২ আগস্ট) রাতে মিরপুরে অভিযান পরিচালনা করে স্বামী মো. আল আমিনকে গ্রেপ্তার করে। আল আমিন নওগাঁর সাপাহার থানাধীন জয়পুরের বকুল চৌধুরীর ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে দেওয়া তথ্যের ভিত্তিতে বশির আহাম্মেদ বলেন, শিউলি আক্তারের সঙ্গে পরিবারের অজান্তে গোপনে ২০২০ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। এরপর থেকে তারা মহাদেবপুর কাচারীপাড়ায় বসবাস শুরু করে।

কিছুদিন পর থেকে আল আমিন স্ত্রী শিউলি আক্তারকে তার বাবার বাড়ি থেকে ৫০ হাজার টাকা যৌতুক আনার জন্য বিভিন্ন ধরনের ভয়-ভীতি দেখায় এবং শারীরিক নির্যাতন করে। তবে শিউলি আক্তার যৌতুকের টাকা আনতে অস্বীকার করে। এতে ক্ষিপ্ত হয়ে গত ২১ সেপ্টেম্বর আল আমিন বালিশচাপা দিয়ে শ্বাসরোধের মাধ্যমে তার স্ত্রীকে হত্যা করে তালাবদ্ধ অবস্থায় ঘরে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মিলে ঘরের তালা ভেঙে নিহতের মরদেহ উদ্ধার করেন।

ওই ঘটনায় নিজের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে গ্রেপ্তার আল আমিন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

জেইউ/জেডএস