চট্টগ্রামের চান্দগাঁও থেকে মহানগরের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ছয় মামলার আসামি শহিদুল ইসলাম বুইস্যাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৯ আগস্ট) বহদ্দারহাট মোড়ের পানি উন্নয়ন বোর্ডের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে একটি একনলা বন্দুক, দুটি কার্তুজ ও ছুরি জব্দ করা হয়েছে।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈনুর রহমান ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শহিদুল কিশোর গ্যাং লিডার ও দুর্ধর্ষ ছিনতাইকারী।

মঈনুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বহদ্দারহাট মোড়ের পানি উন্নয়ন বোর্ডের সামনে থেকে শহিদুলকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে অস্ত্র ও গুলি জব্দ করা হয়েছে।

শহিদুল দীর্ঘদিন ধরে চান্দগাঁওসহ চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় ছিনতাই ও চুরি করে আসছিলেন। তার বিরুদ্ধে চট্টগ্রামের পাঁচলাইশ ও চান্দগাঁও থানায় ৬টি মামলা রয়েছে।

কেএম/এমএইচএস