সাবেক ক্রিকেটার আকরাম খানের বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধারের ঘটনায় মামলা হয়েছে। নিহত গৃহকর্মীর নাম সাহিদা আক্তার (২৫)।

সোমবার (২৯ আগস্ট) দুপুরে সাহিদা আক্তারের ভাই ইউসুফ বাদী হয়ে কাফরুল থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কাফরুল থানার উপ-পরিদর্শক (এসআই) হোসনা আফরোজ। তিনি বলেন, গতকাল রাতে সাবেক ক্রিকেটার আকরাম খানের মহাখালী ডিওএইচএসের বাসা থেকে সাহিদা আক্তারের মরদেহ উদ্ধার করা হয়। আজ তার ভাই বাদী হয়ে অপমৃত্যুর মামলা করেছেন।

আরও পড়ুন : তিস্তার জট খোলা নিয়ে ‘নিশ্চয়তা’ দিতে পারেনি নয়াদিল্লি

সাহিদা আক্তার কীভাবে মারা গেছেন জানতে চাইলে এসআই হোসনা আফরোজ বলেন, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলেই সেটি জানা যাবে। এখন কিছু বলা যাচ্ছে না।

এমএসি/এসকেডি