মশাল মিছিল থেকে পুলিশের ওপর হামলার অভিযোগে মামলা
প্রগতিশীল ছাত্রজোটের মশাল মিছিল
রাজধানীর শাহবাগে প্রগতিশীল ছাত্র সংগঠনগুলোর পক্ষ থেকে মশাল মিছিল করার সময় পুলিশের ওপর হামলার অভিযোগ তুলে পুলিশ বাদী হয়ে মামলা করেছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে সাতজনের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলাটি দায়ের করা হয় (মামলা নং ৩৪)। মামলায় অজ্ঞাতপরিচয় বেশ কয়েকজনকে আসামি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বিজ্ঞাপন
এরইমধ্যে আসািমি সাতজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে শাহবাগ থানা পুলিশ। গ্রেপ্তাররা হলেন- তামজীদ হায়দার, নজিব আমিন চৌধুরী জয়, এএসএম তানজিমুর রহমান, আকিব আহম্মেদ, আরাফাত সাদ, নাজিফা জান্নাত ও জয়তী চক্রবর্তী।
শনিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মামুন অর রশীদ মামলার বিষয়টি নিশ্চিত করে ঢাকা পোস্টকে বলেন, শুক্রবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে প্রগতিশীল ছাত্র সংগঠনগুলোর লোকজন মশাল মিছিল নিয়ে শাহবাগের দিকে আসে। এতে পুলিশ বাধা দিলে তারা পুলিশ সদস্যদের ওপর হামলা চালায়।
বিজ্ঞাপন
ওই ঘটনায় জড়িত সাতজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতপরিচয় কয়েকজনের বিরুদ্ধে মামলা হয়েছে। ওই মামলায় সাতজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে ও তথ্য প্রমাণের ভিত্তিতে বাকি জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।
কাশিমপুর কারাগারে লেখক মুশতাক আহমেদের মৃত্যুর ঘটনায় শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে মশাল মিছিল করে প্রগতিশীল ছাত্রজোট।
পূর্বঘোষিত ওই মশাল মিছিল শাহবাগের ব্যারিকেড অতিক্রম করলে পুলিশ লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে বলে ছাত্রজোটগুলো থেকে অভিযোগ করা হয়। মিছিলে অংশ নেওয়া অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে দাবি করেছে প্রগতিশীল ছাত্রজোট। আহত কয়েকজন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি আছেন।
ছাত্রজোটগুলোর অভিযোগ, রাজু ভাস্কর্য থেকে শুরু হওয়া মশাল মিছিলটি শাহবাগ ব্যারিকেড অতিক্রমের সময় পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশ টিয়ারশেল নিক্ষেপ ও লাঠিচার্জ করে। আন্দোলনকারীরাও পুলিশকে লক্ষ্য করে মশাল নিক্ষেপ করে। এরপর পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। আটক করা হয় সাতজনকে।
ছাত্রফ্রন্টের ঢাবি শাখার সভাপতি সালমান সিদ্দিকী সে সময় বলেন, ‘আমরা মশাল মিছিল নিয়ে শাহবাগ যাচ্ছিলাম। পুলিশ ব্যারিকেড দিলে তা সরিয়ে আমরা সায়েন্সল্যাব যেতে চাইলে পুলিশ অতর্কিতভাবে আমাদের ওপর হামলা চালায়। আমাদের তিন নেতাকর্মীকে আটক করেছে। প্রায় ১৫ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন।’
কারাবন্দি লেখক মুশতাক আহমেদ বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে মৃত্যুবরণ করেন। তিনি রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে র্যাবের করা মামলায় গ্রেপ্তার হয়ে কাশিমপুর কারাগারে ছিলেন।
জেইউ/জেডএস