সীতাকুণ্ডে দুর্বৃত্তের ছুরিকাঘাতে সিএনজিচালক নিহত
চট্টগ্রামের সীতাকুণ্ডের পৌরসভা এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে একরাম হোসেন (২০) নামে এক সিএনজি অটোরিকশা চালক নিহত হয়েছেন। রোববার (৪ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে।
নিহত একরাম হোসেন বাড়বকুন্ড ইউনিয়নের নতুন পাড়া এলাকার মো. আবছারের ছেলে।
বিজ্ঞাপন
ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বনিক। তিনি বলেন, মহাসড়কের পাশে দাঁড় করিয়ে রাখা সিএনজি অটোরিকশায় চালক একরাম হোসেনকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে একরামের মরদেহ উদ্ধার করে। তার শরীরের ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। পূর্ব শত্রুতার জেরে নাকি সিএনজি অটোরিকশা ছিনতাই করতে তাকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।
কেএম/এসএসএইচ
বিজ্ঞাপন