যমুনা নদীর ভাঙন কবলিত হতদরিদ্র ৩০০ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছে লায়ন্স ক্লাব অব সিরাজগঞ্জ যমুনা। মানবতায় সমাজ গড়ি প্রত্যয় নিয়ে সম্প্রতি জেলার কাজিপুরে এ আয়োজন করে লায়ন্স ক্লাব অব সিরাজগঞ্জ যমুনা।

এলসিআইএফ ইমারজেন্সি রিলিফ গ্রান্ট লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ৩১৫ এ জেলা গভর্নর লায়ন প্রকৌশলী মো. আব্দুল ওয়াহাবের অনুদানে শুক্রবার সকালে উপজেলা পরিষদের হলরুমে কর্মসূচি উদ্বোধন করেন সিরাজগঞ্জ-১ সংসদ সদস্য কাজিপুর প্রকৌশলী তানভীর শাকিল জয়।

প্রধান অতিথি হিসেবে ছিলেন জেলা গভর্নর লায়ন প্রকৌশলী মো. আব্দুল ওয়াহাব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২য় ভাইস জেলা গভর্নর লায়ন মো. হানিফ, কেবিনেট সেক্রেটারি লায়ন সামিউল মোকতাদির, ট্রেজারার লায়ন নাসির হায়দার চৌধুরী, লায়ন ইমরান ফারুক রানা, লায়ন আজহার, লায়ন আজাদ রহমান অনু, লায়ন আব্দুল জলিল, লায়ন সামসুন্নাহার, লায়ন লায়ন পারভেজ রানা, লায়ন ইজাজ আহমেদ, কাজিপুর উপজেলা চেয়ারম্যান মো. খলিলুর রহমান সিরাজী, কাজিপুর পৌর মেয়র আবদুল হান্নান তালুকদার এবং লায়ন্স ক্লাব অব সিরাজগঞ্জ যমুনার মো. মাসউদ করিম, মো. শাহীন আক্তার, মো. জাহিদুল ইসলাম, মো. হাসানুর রহমান মনি, মো. বুলবুল ইসলাম, মো. আসাদুজ্জামানো মিলন, প্রকৌশলী মো. মোশাররফ হোসেন, মো. মনিরুজ্জামান মনির, মোহাম্মদ আলী জিন্নাহ, টিএম রুহুল আমিন, মো. রফিকুল ইসলাম, মো. লিয়াকত আলী লিটন প্রমুখ।

এসআই/এসএসএইচ