চট্টগ্রাম মহানগরের ডবলমুরিং থানার ঝরনাপাড়া এলাকার মাতৃসেবা নরমাল ডেলিভারি সেন্টারে দুই নবজাতকের মৃত্যু হয়েছে। মৃত্যুর পেছনে পরিবার ক্লিনিক কর্তৃপক্ষের অবহেলাকে দায়ী করছে।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে। মারা যাওয়া দুই নবজাতকের বাবার নাম মো. মনির হোসেন। পেশায় তিনি টেম্পুচালক। তার স্ত্রী লাভলী বেগম। 

মনির হোসেন ঢাকা পোস্টকে বলেন, ‘আজ দুপুর ২টার দিকে লাভলীকে মাতৃসেবা নরমাল ডেলিভারি সেন্টারে ভর্তি করি। আধা ঘণ্টা পর যমজ সন্তানের জন্ম দেয় স্ত্রী। তবে নির্ধারিত সময়ের আগেই বাচ্চাগুলো জন্ম লাভ করে। কিছুক্ষণ পর নবজাতকদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পরামর্শ দেন ক্লিনিকের চিকিৎসক। তখন ক্লিনিক থেকে আমাকে ১০ হাজার টাকার বিল ধরিয়ে দেওয়া হয়।’

‘আমি পাঁচ হাজার টাকা দিয়ে বলি, বাচ্চা তো নরমাল ডেলিভারিতে হয়েছে। আপাতত পাঁচ হাজার রাখুন, বাকি টাকা পরে দেব। কিন্তু তাতে তারা সাড়া দেয়নি। দুই ঘণ্টা পরে আমি টাকা জোগাড় করে ক্লিনিকে গিয়ে দেখি বাচ্চা দুটি মারা গেছে। এ ক্লিনিকে অক্সিজেনের  কোনো ব্যবস্থা ছিল না। পরে মৃত দুই নবজাতক আমাকে বুঝিয়ে দেয় ক্লিনিক কর্তৃপক্ষ।’

তিনি বলেন, ‘ক্লিনিকের চিকিৎসক ও নার্সদের অবহেলার কারণে আমার দুই শিশুর মৃত্যু হয়েছে। এ হাসপাতালে নিয়ে যাওয়াটাই আমার ভুল হয়েছে।  প্রথমেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার দরকার ছিল।’

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন ঢাকা পোস্টকে বলেন, দুই নবজাতকের মৃত্যুর পর হাসপাতাল কর্তৃপক্ষ ও স্বজনদের সঙ্গে কথা বলছি। হাসপাতালের চারজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

কেএম/আরএইচ