জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জি এম) কাদেরের ছিনতাই হওয়া মোবাইল উদ্ধার করা হয়েছে।

বুধবার (৭ সেপ্টেম্বর) রাতে ফোনটি উদ্ধার করা হয়। এ ঘটনায় ৫ ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা বিভাগে উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোরশেদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ৩১ আগস্ট বিমানবন্দর এলাকা থেকে জিএম কাদেরের আইফোন ১২ প্রো ম্যাক্স মডেলে মোবাইলটি ছিনতাই হয়। এ ঘটনায় আমরা পাঁচ জন ছিনতাইকারীসহ মোবাইল ফোনটি উদ্ধার করেছি। এর আগে বিমানবন্দর থানা একটি মামলা হয়েছিল।

আজ বিকেল ৩টার দিকে উদ্ধার হওয়া মোবাইলটি জিএম কাদেরের কাছে পৌঁছে দেওয়া হবে।

উল্লেখ্য, বুধবার (৩০ আগস্ট) রাতে সংসদ ভবন থেকে উত্তরার বাসায় যাচ্ছিলেন জি এম কাদের। রাত ১১টার দিকে বিমানবন্দরের নির্মাণাধীন তৃতীয় টার্মিনালের সামনে আসলে যানজটে আটকা পরে তার গাড়ি। এ সময় তিনি গাড়ির জানালা খুলে হাতে মোবাইল নিয়ে বসে ছিলেন। হঠাৎ করে একজন ছিনতাইকারী জিএম কাদের ফোনটি নিয়ে দৌড়ে পালিয়ে যায়।

এসএএ/এমএইচএস