পুরুষদের চেয়ে নারীদের উপস্থিতিই বেশি ছিল ভোটকেন্দ্রে

পৌর নির্বাচনের পঞ্চম ধাপে আজ ২৯টি পৌরসভা ও চারটি উপজেলা পরিষদের নির্বাচনে ভোট চলছে। এর মধ্যে মানিকগঞ্জ জেলার সিংগাইর পৌরসভায় কয়েকটি কেন্দ্রে নারী ভোটারের উপস্থিতি বেশি দেখা গেছে। 

মানিকগঞ্জ জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, সিংগাইর পৌরসভায় মোট ভোটার রয়েছেন ২২ হাজার ৬৮৫ জন। তার মধ্যে ১১ হাজার ১২০ জন পুরুষ ও ১১ হাজার ৫৬৫ জন নারী ভোটার রয়েছেন।

স্থানীয়রা বলছেন, এই এলাকায় নারী ভোটারের সংখ্যা বেশি, তাই উপস্থিতিও বেশি। আর নারীরা পাড়া-মহল্লার প্রতিবেশীদের সঙ্গে এক সাথে ভোট দিতে কেন্দ্রে আসেন, যে কারণে তাদের উপস্থিতিই বেশিই হয়। আর পুরুষরা দলগতভাবে না এসে, এককভাবে ভোট দিতে যান।

সিংগাইর পৌরসভার সিংগাইর পাইলট বালিকা বিদ্যালয় কেন্দ্রে নারী ভোটারদের লম্বা লাইন দেখা গেছে, তবে পুরুষ ভোটারদের তেমন ভিড় ছিল না। একই রকম দৃশ্য দেখা গেছে অন্য আরও কেন্দ্রে।

ভোট দিতে এভেবেই লাইনে দাঁড়িয়েছিলেন নারীরা 

ভোট কেন্দ্রে লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছিলেন নাছিমা আক্তার নামের একজন ভোটার। তিনি বলেন, বাড়ির কাজ শেষ করে পাড়ার কয়েকজন মিলে ভোট দিতে এসেছি। অন্যরাও এভাবেই দল বেধেই এসেছে। যে কারণে নারী ভোটারের লাইন এখানে বেশি।

কেন্দ্রের নারী ভোটারের লাইন ঠিক রাখতে  দায়িত্ব ছিলেন মোর্শেদা খাতুন নামের এক আনসার সদস্য। তিনি বলেন, এই কেন্দ্রে সকাল থেকেই নারী ভোটারের উপস্থিতি বেশি। সেই তুলনায় পুরুষ ভোটার কম এসেছে। হয়তো দুপুরের পর দৃশ্যপট বদলে পুরুষ ভোটারই বেশি আসবে। সকাল থেকে নারী ভোটারের উপস্থিতি বেশি হওয়ার কারণ হলো- নারীরা ভোট প্রদান শেষে বাড়ি ফিরে সংসারের কাজে ব্যস্ত হয়ে যান। যে কারণে তারা আগেই ভোট দিতে আসেন।

এ নির্বাচনের বিষয়ে সিংগাইর পৌরসভার মেয়র প্রার্থী আবু নাঈম মো. বাশার ঢাকা পোস্টকে জানান, খুব শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠুভাবে সিংগাইর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এখানে কারও কোনো অভিযোগ নেই। সিংগাইরবাসী তাদের যোগ্য নেতৃত্ব বেছে নিতে উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন। নারী ভোটাররাও উৎসবমুখর পরিবেশে ভোট কেন্দ্রে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।

এএসএস/এনএফ