রাজধানীতে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার
রাজধানীর শেরেবাংলা নগরের ইন্দিরা রোডে আব্দুল্লাহ ইবনে মুনির সাইয়ার (১৯) নামে এক কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত পৌনে ২টায় একটি বেসরকারি হাসপাতাল থেকে শেরেবাংলা নগর থানা পুলিশ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
নিহতের ফুফাত ভাই সাকিব ঢাকা পোস্টকে জানান, বাসায় মেহমান ছিল। সবাই চলে গেলে মুনির নিজের রুমে পড়তে বসে। সে আদমজী ক্যান্টনমেন্ট কলেজের একাদশ শ্রেণীর বাণিজ্য বিভাগের ছাত্র ছিল। একটু পরে খাবে বলে জানায়। কিন্তু কিছুক্ষণ পরে ডাকাডাকি করলেও দরজা না খুলায় চাবি দিয়ে দরজা খুলে দেখি নিজের শার্ট গলায় পেঁচিয়ে ফ্যানের সাথে ঝুলছে। পরে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে রাত ১১টার দিকে কর্তব্যরত ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
নিহতের বাবা মুনির আহমেদ জানান, আমার দুই ছেলের মধ্যে আব্দুল্লাহ ছোট। সে জোহর ও আসরের নামাজ পড়ছে। বিকেলে কোচিংয়েও গিয়েছিল। তার মনে কোনো কষ্ট বা অন্য কোনো কারণ আছে কি না তা কখনও বুঝতে পারিনি। বাসায় মেহমান ছিল। সবাই চলে গেল। পরে সে পড়তে বসল। খেতে ডাকলাম বলল পরে খাব। বেশ কিছুক্ষণ পর আবার ডাকলাম, কিন্তু দরজা লক করা, সে খুলল না। দরজা চাবি দিয়ে খুলে দেখি ফ্যানের সঙ্গে ঝুলছে। রাত ১১টার দিকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
নিহত আব্দুলাহ শেরেবাংলা নগর থানার ইন্দিরা রোডের গার্মেন্টস গলিতে বাবা মায়ের সঙ্গে থাকত। তার গ্রামের বাড়ী বাগেরহাট জেলার চিতলমারী থানার কলাতলা গ্রামে।
বিজ্ঞাপন
এ বিষয়ে জানতে চাইলে শেরেবাংলা নগর থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মো. খায়রুল আলম ঢাকা পোস্টকে জানান, আমরা গভীর রাতে খবর পেয়ে হাসপাতালে যাই। রাত পৌনে ২টায় লাশের সুরতহাল করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠাই। আত্মহত্যার বিষয়ে তার পরিবার কিছুই জানাতে পারেনি। এ ঘটনায় শেরে বাংলা নগর থানায় একটি সাধারণ ডায়েরি (নম্বর-১৭৫৮) করা হয়েছে।
ওএফ