সাউথইস্ট ব্যাংকের ২৬৮ কোটি টাকার খেলাপি ঋণ পরিশোধ না করায় নুরজাহান গ্রুপের এমডি জহির আহমেদ রতন এবং তার ভাই টিপু সুলতানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন চট্টগ্রাম অর্থ ঋণ আদালত।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) চট্টগ্রাম অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এ আদেশ দেন।

ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম। তিনি বলেন, সাউথইস্ট ব্যাংকের ২৬৮ কোটি টাকার খেলাপি ঋণ পরিশোধ না করায় দুইজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

আদালত সূত্রে জানা গেছে, অর্থঋণ মামলার দাবিকৃত ২১১ কোটি ৭ লাখ ২৯ হাজার ৯৯১ টাকার মধ্যে মামলা চলাকালীন সময়ে ২০১৯ সালে ২ কোটি ৯৪ লাখ টাকা ও ২০২০ সালের ৩০ জুন ১ কোটি ৪৭ টাকা পরিশোধ করেন আসামিরা। এরপর আর কোন ঋণ পরিশোধ করেননি। বর্তমানে সুদসহ তাদের কাছে ব্যাংকের ২৬৭ কোটি ৯১ লাখ ৯০ হাজার ৪৫২ টাকা পাওনা রয়েছেন।

তাই ব্যাংকের পক্ষ থেকে অর্থঋণ আইন ২০০৩ এর ৩৪ ও ৩৫ ধারা অনুসারে দুই আসামির বিরুদ্ধে দেওয়ানি আটকাদেশ পূর্বক গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন৷আসামিরা ম্যারিন ভেজিটেবল অয়েলস লিমিটেডের নামে সাউথইস্ট ব্যাংকের জুবলী রোড শাখা থেকে ঋণ নিয়েছিলেন। অর্থঋণ জারি মামলা নং ২৫১/২০২১।

কেএম/এসকেডি