বাংলাদেশ শিশু একাডেমি ও জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যানের মেয়াদ বাড়িয়েছে সরকার। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এর মধ্যে শিশু একাডেমির চেয়ারম্যান বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব লাকি ইনামের মেয়াদ তিন বছর বাড়ানো হয়েছে। 

প্রজ্ঞাপনে জানানো হয়, ‘বাংলাদেশ শিশু একাডেমি আইন, ২০১৮’ এর ধারা ১০(১) অনুযায়ী আগামী ২৩ সেপ্টেম্বর বা যোগদানের তারিখ থেকে তার মেয়াদ বাড়ানোর আদেশ কার্যকর হবে। আগের নিয়োগের ধারাবাহিকতায় তিনি এ নিয়োগ পেয়েছেন।

একই সঙ্গে জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান পদে ফের দু-বছরের জন্য মনোনয়ন পেয়েছেন চেমন আরা তৈয়ব। আগের মনোনয়নের ধারাবাহিকতায় ‘জাতীয় মহিলা সংস্থা আইন, ১৯৯১’ এর ধারা ৮(১) এবং ৮(২) অনুযায়ী আগামী ২২ সেপ্টেম্বর থেকে এই মনোনয়ন কার্যকর হবে।

এছাড়া বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সাবেক চেয়ারম্যান মাসুদ কামালকে তার অভোগকৃত অবসরোত্তর ছুটি ও এ সংশ্লিষ্ট সুবিধা স্থগিতের শর্তে তিন বছরের জন্য বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

‘বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ আইন, ২০১২’ এর ধারা-৭ অনুযায়ী তিনি এ নিয়োগ পেয়েছেন।

এসএইচআর/ওএফ