যৌথভাবে কাজ করার পরামর্শ সিএমপি কমিশনারের
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য সব থানা ও মহানগর গোয়েন্দা বিভাগকে যৌথভাবে কাজ করার পরামর্শ দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার কৃষ্ণ পদ রায়।
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) দামপাড়া পুলিশ লাইন্স সদর দপ্তরের কনফারেন্স হলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ সভায় সভাপতির বক্তব্য তিনি একথা বলেছেন।
বিজ্ঞাপন
সভায় সিএমপি কমিশনার মামলা ও অভিযোগুলো দ্রুত ব্যবস্থা গ্রহণ করে পুলিশি সেবা নিশ্চিত করতে বলেন।
সভায় গত মাসের পারফরমেন্সের ভিত্তিতে ভালো কাজের স্বীকৃতি হিসেবে ১৮ পুলিশ সদস্যকে পুরস্কৃত করেন সিএমপি কমিশনার।
বিজ্ঞাপন
এসময় সেখানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) এম এ মাসুদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) আ স ম মাহতাব উদ্দিন, উপ-পুলিশ কমিশনার (সদর) মো. আব্দুল ওয়ারিশসহ অন্যান্য উপ-পুলিশ কমিশনার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার সহ সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উপস্থিত ছিলেন।
কেএম/এসএম