আমাদের মেয়েরা দেখিয়ে দিয়েছে চাইলে আমরাও পারি : মেয়র আতিকুল
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেছেন, আমাদের মেয়েরা দেখিয়ে দিয়েছে চাইলে আমরাও পারি। নেপাল অত্যন্ত শক্তিশালী দল, সেই দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়া কঠিন ছিল, সেটাই করিয়ে দেখিয়েছে আমাদের সাহসী মেয়েরা।
নেপালকে তাদের মাঠে হারিয়ে সাফ নারী ফুটবলে এ চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ নারীদলকে অভিনন্দন জানিয়েছেন মেয়র আতিকুল।
বিজ্ঞাপন
সোমবার (১৯ সেপ্টেম্বর) রাতে এই অভিনন্দন জানান তিনি।
শিরোপা জয়ী নারী দলের ফুটবলার, কোচিং স্টাফ ও ফুটবল ফেডারেশনের (বাফুফে) সবাইকে অভিনন্দন জানিয়ে ডিএনসিসি মেয়র বলেন, আমাদের মেয়েরা দেখিয়ে দিয়েছে চাইলে আমরাও পারি। নেপাল অত্যন্ত শক্তিশালী দল সেই দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়া কঠিন ছিল, সেটাই করিয়ে দেখিয়েছে আমাদের সাহসী মেয়েরা। বিশ্বচ্যাম্পিয়ন হতে বেশি দেরি নেই। যতই দিন যাচ্ছে ততই ভালো করছে এই দল। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন আমরা এখন দেখতেই পারি।
বিজ্ঞাপন
সোমবার কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে বাংলাদেশ নারী ফুটবল দল ৩-১ গোলে নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।
এএসএস/এমএ