সাফ চ্যাম্পিয়নশিপে নেপালকে হারিয়ে বাংলাদেশ নারী ফুটবল দল চ্যাম্পিয়ন হওয়ায় তাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি। 

তিনি বলেন, গৌরবময় এই অর্জন দেশের ক্রীড়াঙ্গনে যুক্ত করল নতুন মাইলফলক।

উল্লেখ্য যে, নেপালের কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে স্বাগতিক নেপালকে ৩-১ গোলে হারিয়ে নারী ফুটবলে ইতিহাস গড়ল বাংলাদেশ।

সারা দেশকে জয়ের উচ্ছ্বাসে ভাসানোর জন্য স্পিকার নারী ফুটবল দলের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

স্পিকার বাংলাদেশ নারী ফুটবল দলের খেলোয়াড়, কোচসহ বাফুফের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান।

নেপালের মাটিতে নেপালকে হারিয়ে সাফ নারী চ্যাম্পিয়নশিপে সেরা হয়েছে বাংলাদেশ। দক্ষিণ এশিয়ার ফুটবলে বাংলাদেশের শ্রেষ্ঠত্ব নারী দলে এবারই প্রথম।

এর আগে ২০১৬ সালে ভারতের শিলিগুড়িতে বাংলাদেশ ভারতের বিপক্ষে হেরেছিল। এবার কাঠমান্ডুতে বাংলাদেশ অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। সিনিয়র ফুটবলে কখনো ভারত ও নেপালকে না হারানো বাংলাদেশ এবার তাদের হারিয়েছে। গ্রুপ পর্বে হারিয়েছে ভারতকে আর ফাইনালে নেপালকে। 

এসআর/এমএ