আবু সালেহ মোস্তফা কামাল

সংবাদ সম্মেলন ডেকেছেন রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশের এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও ড. আবু সালেহ্‌ মোস্তফা কামাল। সোমবার (১ মার্চ) বিকেল ৩টায় কুর্মিটোলায় বিমান বাংলাদেশের প্রধান কার্যালয় বলাকায় তিনি এ সংবাদ সম্মেলন করবেন।

সংবাদ সম্মেলনে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বর্তমান আর্থিক অবস্থা, নতুন রুট ও বিমানের ভবিষ্যৎ নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হবেন তিনি।

গত ২৫ ফেব্রুয়ারি সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসে ড. আবু সালেহ্‌ মোস্তফা কামাল ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে যোগ দেন।

এর আগে ২২ ফেব্রুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বিমানের তৎকালীন এমডি ও সিইও মোকাব্বির হোসেনকে পদোন্নতি দিয়ে সচিব করা হয়। পদোন্নতির পর তাকে (মোকাব্বির) ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) করা হয়েছে।

এরপরই বিমানের নতুন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পান সচিব আবু সালেহ মোস্তফা কামাল। গত ২৪ ফেব্রুয়ারি সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে শেষবারের মতো সাংবাদিকদের মুখোমুখি হন সচিব মোস্তফা কামাল।

এসময় তিনি সাংবাদিকদের বলেন, ‘বিমানের এমডি হিসেবে নতুন দায়িত্বের অর্ডার হয়েছে। এটা চ্যালেঞ্জ মোকাবিলার দায়িত্ব। সবার শুভকামনা থাকলে যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারব।’

এর আগে অব্যাহত লোকসানের চক্র থেকে বের করে আনতে ২০০৭ সালে বিমান পরিবহন সংস্থাকে পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তর করা হয়; পরিচালনার দায়িত্ব দেওয়া হয় বোর্ডের হাতে। কিন্তু গত ১৪ বছরের মধ্যে হাতেগোনা কয়েক বছরই কেবল লাভের মুখ দেখেছে এ কোম্পানি। আর এমন এক সময়ে মোস্তফা কামাল বিমানের এমডির দায়িত্ব পেয়েছেন, যখন মহামারির ধাক্কায় লোকসানে রীতিমতো নাজুক অবস্থা বিমানের। ২০১৯ সালে বিমানের আর্থিক ক্ষতি ছিল ৮০ কোটি টাকা। মহামারিতে গত নভেম্বর পর্যন্ত লোকসান বেড়ে হয়েছে ১৭৪ কোটি টাকা। 

এআর/এসএসএইচ