রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি আজিজ ওরফে আইজ্জাকে (৩০) হেরোইনসহ গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৩০৭ পুরিয়া হেরোইন উদ্ধার করে মোহাম্মদপুর থানা পুলিশ। 

মোহাম্মদপুর থানায় উপপরিদর্শক (এসআই) মো. গোলাম কিবরিয়া ঢাকা পোস্টকে বলেন, রোববার (২৮ ফেব্রুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে ফোর্সসহ হুমায়ুন রোডের জেনেভা ক্যাম্পের হোসাইন জেনারেল স্টোরের সামনে যাই। আইজ্জার সঙ্গে কথা বলার এক পর্যায়ে ধাক্কা মেরে সে দৌড় দেয়। এ সময় সে পা পিছলে পড়ে যায়। আমরা তাকে জাপটে ধরলে সে আমার হাতে কামড় দেয়। 

আজিজের হাতে থাকা ব্যাগ থেকে ৩০৭ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়েছে জানিয়ে গোলাম কিবরিয়া বলেন, তাকে চিকিৎসা দেওয়ার জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে এখন পুলিশ হেফাজতে চিকিৎসা নিচ্ছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদপুর ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) দেবাশীষ মোদক ঢাকা পোস্টকে বলেন, আজিজের নামে চুরি, মাদক ও ডাকাতির একাধিক মামলা রয়েছে। তিনি জেনেভা ক্যাম্পের একজন শীর্ষ মাদক কারবারি।

মোহাম্মদপুর থানার ইন্সপেক্টর (অপারেশন্স) দুলাল হোসেন ঢাকা পোস্টকে জানান, জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি আজিজের কাছ থেকে হেরোইন উদ্ধার করে তাকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় মোহাম্মদপুর থানায় উপপরিদর্শক (এসআই) মো. গোলাম কিবরিয়া বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা (মামলা নং-১৫৪) দায়ের করেছেন।

এইচকে