স্থগিত থাকা সুজানগর পৌরসভার ভোট ৩১ মার্চ
নির্বাচনের ঠিক আগের দিন স্থগিত হওয়া পাবনার সুজানগর পৌরসভার ভোটগ্রহণের বাধা কাটল। নতুন করে এ পৌরসভায় ভোটগ্রহণের জন্য তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন তফসিল অনুযায়ী সুজানগর পৌরসভার ভোট আগামী ৩১ মার্চ অনুষ্ঠিত হবে।
এর আগে উচ্চ আদালতে একাধিক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এবং আইনগত জটিলতা পরিহারের লক্ষ্যে ইসি সুজানগর পৌরসভার নির্বাচন স্থগিত ঘোষণা করে।
বিজ্ঞাপন
ইসির নির্বাচন পরিচালনা শাখার উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
আতিয়ার রহমান জানান, স্থানীর সরকার (পৌরসভা) নির্বাচন বিধিমালা, ২০১০ এর বিধি ১০(১) অনুযায়ী নির্বাচন কমিশন স্থগিত থাকা পাবনা জেলার সুজানগর পৌরসভার মেয়র, সংরক্ষিত আসনের কাউন্সিলর এবং সাধারণ আসনের কাউন্সিলর পদে ব্যালট পেপারের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে।
বিজ্ঞাপন
তিনি জানান, নতুন তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৯ মার্চ (মঙ্গলবার), মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ১০ মার্চ (বুধবার), প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৫ মার্চ (সোমবার) এবং ভোটগ্রহণ ৩১ মার্চ (বুধবার) অনুষ্ঠিত হবে।
ইসি জানায়, গত ১৫ ডিসেম্বর উচ্চ আদালত গেজেটে প্রকাশিত বর্ধিত শহর এলাকার ভোটার তালিকা হালনাগাদ করে পাবনার সুজানগর পৌরসভার নির্বাচন করার নির্দেশ দেন। এজন্য নির্বাচন তিন মাসের জন্য স্থগিত ঘোষণা করে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সচিবসহ নির্বাচন সংশ্লিষ্টদের বিরুদ্ধে রুল জারি করেন আদালত।
হাইকোর্টের বিচারপতি মো. মজিবুর রহমান এবং বিচারপতি মহিউদ্দিন শামিমের সমন্বয়ে গঠিত বেঞ্চে এ আদেশ দেওয়া হয়। পাবনার সুজানগর উপজেলার ভায়না ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড মেম্বর সিদ্দিকুর রহমান এবং একই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড মেম্বর মোখছেদ আলীর রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট এ আদেশ দেন। এরপর সুজানগর পৌরসভার মেয়র আব্দুল ওহাব পৃথক আরও একটি রিট দায়ের করেন।
অন্যদিকে গত ৩ জানুয়ারি হাইকোর্টের অপর একটি বেঞ্চে ১৫ ডিসেম্বরের ওই আদেশ স্থগিত করলে পুনরায় নির্বাচনী কার্যক্রম শুরু হয় এবং ১৬ জানুয়ারির পরিবর্তে ৩০ জানুয়ারি তৃতীয় ধাপে সুজানগর পৌরসভার নির্বাচন অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়। এরমধ্যে আইনগত জটিলতা পরিহারের লক্ষ্যে নির্বাচন স্থগিত করার সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন।
জানা যায়, ১৯৯৮ সালে সুজানগর পৌরসভা প্রতিষ্ঠার সময় সাবেক সুজানগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মথুরাপুর, নারায়ণপুর ও কৃঞ্চপুর গ্রাম অজ্ঞাত কারণে পৌরসভা থেকে বাদ দেওয়া হয়। ২০১৫ সালের ডিসেম্বর মাসে অনুষ্ঠিত পৌর নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুল ওহাব পৌর মেয়র নির্বাচিত হন। এরপর আবারও ওই তিন এলাকার বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতাসহ সাধারণ মানুষ তিন এলাকাকে পৌরসভায় অন্তর্ভুক্তির জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে আবেদন করেন। এরই পরিপ্রেক্ষিতে ২০১৮ সালের ১৭ এপ্রিল এবং একই বছরের ৬ আগস্ট উল্লেখিত তিন এলাকা সুজানগর পৌরসভার অন্তর্ভুক্ত করে সরকারি গেজেট প্রকাশিত হয়।
এসআর/এসএম