৫ মসজিদের উন্নয়নে অনুদান দিলো ডিএসসিসি
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ২০২২-২৩ অর্থবছরের বাজেটে বরাদ্দকৃত খাত থেকে ৫ মসজিদের উন্নয়নের জন্য পাঁচ লাখ টাকা অনুদান দিয়েছে ডিএসসিসি।
শুক্রবার (২৩ সেপ্টেম্বর) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে ডিএসসিসির সচিব আকরামুজ্জামান এই অনুদান মঞ্জুর করে একটি দপ্তর আদেশ জারি করেছেন।
বিজ্ঞাপন
সচিব আকরামুজ্জামান জানান, মসজিদের উন্নয়ন, সংস্কার কাজের জন্য অনুদান বরাদ্দ পাওয়া মসজিদগুলোর মধ্যে সূত্রাপুর মসজিদকে দেওয়া হয়েছে ২ লাখ ৫০ হাজার টাকা, বাইতুন ফালাহ জামে মসজিদকে এক লাখ টাকা, বানিয়ানগর হয়রত বেলাল (রা.) জামে মসজিদকে এক লাখ টাকা ও হায়াত বেপারী জামে মসজিদের উন্নয়ন কাজের জন্য ৫০ হাজার টাকা অনুদান অনুমোদ দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।
এএসএস/ওএফ
বিজ্ঞাপন