এক সপ্তাহে অর্ধেকে নামল টিকাগ্রহীতা
করোনাভাইরাস প্রতিরোধে গত এক সপ্তাহে সারাদেশে টিকাগ্রহণকারীর সংখ্যা কমে অর্ধেকে নেমে এসেছে। গত ২৪ ঘণ্টায় সারাদেশে টিকা নিয়েছেন এক লাখ ১৬ হাজার ৩০০ জন। যা গত সপ্তাহে (২২ ফেব্রুয়ারি) ছিল দুই লাখ ২৫ হাজার ২৮০ জনে।
সোমবার (১ মার্চ) রাতে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস) অধ্যাপক ডা. মিজানুর রহমান এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞাপন
স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, গণটিকা প্রয়োগের ১৪তম দিনে সারাদেশে টিকা নিয়েছিলেন ১ লাখ ৮২ হাজার ৮৯৬ জন। ১৫তম দিনে টিকা নেন ১ লাখ ৮১ হাজার ৯৮৫ জন। ১৬তম দিনে সারা দেশে টিকা নিয়েছেন টিকা নিয়েছেন ১ লাখ ৮১ হাজার ৪৩৯ জন। ছুটির দিন শুক্রবার ছুটির দিনে টিকা কর্মসূচি বন্ধ ছিল। গত শনিবার (১৭তম দিন) টিকা নিয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৪৩৯ জন। আর গতকাল ১৮তম দিনে দেশে টিকা নেন এক লাখ ২৫ হাজার ৭৫২ জন। সব মিলিয়ে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে গণটিকা প্রয়োগের ১৯তম দিনে সারা দেশে টিকা নিয়েছেন মোট ৩২ লাখ ২৬ হাজার ৮২৫ জন। এদের মধ্যে মোট পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে ৭৫৪ জনের।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মোট টিকা নিয়েছেন এক লাখ ১৬ হাজার ৩০০ জন। এদের মধ্যে পুরুষ ৬৯ হাজার ৬৩৫ জন এবং নারী ৪৬ হাজার ৬৬৫ জন।
বিজ্ঞাপন
বিজ্ঞতিতে জানানো হয়, টিকা নেওয়া ব্যক্তিদের মধ্যে ঢাকা বিভাগে ৪৩ হাজার ১৪৯ জন, ময়মনসিংহ বিভাগে ৩ হাজার ৯০৪, চট্টগ্রাম বিভাগে ২২ হাজার ৭৯৬, রাজশাহী বিভাগে ১১ হাজার ৪৭১, রংপুর বিভাগে ৯ হাজার ১৯৬, খুলনা বিভাগে ১৬ হাজার ৩৫০, বরিশাল বিভাগে ৪ হাজার ৪৫৯ ও সিলেট বিভাগে ৪ হাজার ৯৭৫ জন রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুসারে, গত ২৭ জানুয়ারি দেশে টিকাদান কর্মসূচি শুরু করে। প্রথমদিন টিকা দেওয়া হয় ২৬ জনকে।
করোনা ভাইরাসের টিকাদান কার্যক্রমের দ্বিতীয় দিনে ২৮ জানুয়ারি রাজধানীর পাঁচ হাসপাতালে মোট ৫৪১ ব্যক্তিকে টিকা দেওয়া হয়। আর ৭ ফেব্রুয়ারি সারাদেশে টিকা কার্যক্রম শুরু হয়। এই দিনে সারাদেশে টিকা নেন ৩১ হাজার ১৬০ জন। এদের মধ্যে পুরুষ ২৩ হাজার ৮৫৭ জন এবং নারী সাত হাজার ৩০৩ জন।
এর আগে স্বাস্থ্যঅধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম বলেন, রাজধানী ঢাকায় ৫০টি হাসপাতাল ও সারাদেশে ৯৫৫টি হাসপাতালসহ সারাদেশে মোট এক হাজার পাঁচটি হাসপাতালে টিকাদান কার্যক্রম চলবে। রাজধানী ঢাকায় ৫০টি হাসপাতালে ২০৪টি ও সারাদেশে ৯৫৫টি হাসপাতালে দুই হাজার ১৯৬টি টিম কাজ করবে। মোট এক হাজার পাঁচটি হাসপাতালে মোট ২ হাজার ৪০০টিম কাজ করবে।
জনসাধারণকে করোনা টিকা পেতে সুরক্ষা ওয়েবসাইটে (https://surokkha.gov.bd/) গিয়ে নিবন্ধন করতে বলা হয়েছে। টিকা সম্পর্কে তথ্য পাওয়ার জন্য জরুরি হটলাইন নম্বর হল ১৬২৬৩, ৩৩৩ এবং ১০৬৫৫।
টিআই/এসএম