আরও কয়েক ঘণ্টা বিদ্যুৎ না থাকলেও পানি সরবরাহে কোনো সমস্যা হবে না বলে দাবি করেছে ঢাকা ওয়াসা। মঙ্গলবার (৪ অক্টোবর) বিকেলে ঢাকা ওয়াসার মডস জোনের নির্বাহী প্রকৌশলী আল আমিন ঢাকা পোস্টের কাছে এ দাবি  করেন। 

তিনি বলেন, আরও চার-পাঁচ ঘণ্টা বিদ্যুৎ না থাকলেও আমাদের পানি সরবরাহে তেমন কোনো সমস্যা হবে না। গ্রাহকরা ভালোভাবেই পানি সরবরাহ পাবেন আমাদের রিজার্ভ থেকে। এ ছাড়া আমাদের পানি সরবরাহের জন্য গাড়ি আছে। প্রয়োজনে গাড়ির মাধ্যমে পানি সরবরাহ করা হবে। বিদ্যুৎহীন এ অবস্থায় আগামী চার-পাঁচ ঘণ্টা পানি সরবরাহের পুরো প্রস্তুতি আমাদের আছে।

বিদ্যুৎ ফিরে আসতে সময় লাগবে- এমন খবরে বিচলিত হয়ে অনেকেই বাসা বাড়িতে পানি ধরে রাখতে শুরু করেছেন। এতে করে বিভিন্ন এলাকায় পানির ঘাটতি দেখা দেওয়ার শঙ্কা তৈরি হয়েছে। 

এ বিষয়ে কথা হলে ঢাকা ওয়াসার এ নির্বাহী প্রকৌশলী বলেন, গ্রাহক যেন বিচলিত না হন। এভাবে বাসা-বাড়িতে পানি ধরে রেখে ঘাটতি সৃষ্টি করবেন না। পানি সরবরাহে আমাদের প্রস্তুতি আছে। তাই গ্রাহকরা বিচলিত হবেন না।

এদিকে সন্ধ্যার মধ্যে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

জাতীয় গ্রিডে বিপর্যয় দেখা দেওয়ায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা দুপুর ২টার দিকে বিদ্যুৎহীন হয়ে পড়ে। 

এএসএস/আরএইচ