প্রকল্পে গতি বাড়াতে পিডিদের এলাকায় থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রকল্প এলাকায় পরিচালকদের থাকার নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কাজের গতি বাড়াতে হলে প্রকল্প পরিচালকদের এলাকায় থাকতে হবে। সেই সঙ্গে একাধিক প্রকল্পে একজন পরিচালক নিয়োগ করা যাবে না। একটি প্রকল্পে একজন পরিচালক থাকবেন।
মঙ্গলবার (০২ মার্চ) জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) বৈঠকে এ নির্দেশ দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর নির্দেশনার বিষয়টি সংবাদ সম্মেলনে জানিয়েছেন পরিকল্পনা বিভাগের সচিব মো. জয়নুল বারী।
বিজ্ঞাপন
প্রধানমন্ত্রী বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প অবশ্যই শেষ করতে হবে। এছাড়া যেহেতু মন্ত্রণালয় ও বিভাগগুলোর চাহিদা অনুযায়ী বরাদ্দ দেওয়া হয়েছে, তাই প্রকল্পের গতি বাড়াতে হবে।
প্রধানমন্ত্রী আরও বলেছেন, কোনোভাবেই যেন খাদ্য উৎপাদন ব্যাহত না হয়। সেদিকে খেয়াল রাখতে হবে। মানুষের নিত্যপ্রয়োজনীয় পণ্যের সংকট যাতে সৃষ্টি না হয়। এ বিষয়ে খেয়াল রাখতে হবে। কোভিডের সময় বিশ্ব অর্থনীতি যেভাবে সংকটের মধ্য পড়েছিল, আমরা সে তুলনায় ভালো করেছি। এই অবস্থান ধরে রাখতে হবে।
বিজ্ঞাপন
এদিকে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় ২০২০-২১ অর্থবছরের জন্য সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির (আরএডিপি) বাজেটের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। সংশোধিত এডিপির আকার এক লাখ ৯৭ হাজার ৬৪৩ কোটি টাকা। এর মধ্যে অভ্যন্তরীণ উৎস থেকে আসবে এক লাখ ৩৪ হাজার ৬৪৩ কোটি টাকা এবং বৈদেশিক উৎস থেকে অর্থায়ন করা হবে ৬৩ হাজার কোটি টাকা।
এসআর/জেডএস